কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তেতুলবাড়ী গ্রামের একটি খাল থেকে মানিক বিশ্বাস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।নিহত মানিক বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের বাসিন্দা ললীনি বিশ্বাসের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, স্থানীয়রা খালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,মোটরসাইকেলে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যান মানিক, এতে তাঁর মৃত্যু ঘটে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
নিহতের দুলাভাই ও কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, দুর্গাপূজার সময় বেড়াতে গিয়ে গত বুধবার খালাবাড়ী কোটালীপাড়ার তেতুলবাড়ি গ্রামে গিয়েছিলেন মানিক। রাতে সেখান থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে তেতুলবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হন।
তিনি আরও জানান, রাতে বাড়ি না ফেরায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরদিন বিকেলে তেতুলবাড়ী এলাকায় খালের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা গিয়ে মানিককে শনাক্ত করেন।
Design & Developed By: JM IT SOLUTION