কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ শাখার সহ-সভাপতি রিফাত দাড়িয়ার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ বিষয়ে রিফাত দাড়িয়াসহ বিভিন্ন ছাত্রলীগ নেতার ফেসবুক আইডি থেকে খাবার বিতরণের ভিডিও পোষ্ট করা হলে মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে খাবার বিতরণের সময় শেখ হাসিনার জন্য দোয়া চাইতে শোনা যায়।
তবে যারা খাবার বিতরণ করেছেন, তাদের মাথায় হেলমেট পরা অবস্থায় দেখা গেছে।
এদিকে, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া পক্ষ থেকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শুভেচ্ছা পোষ্টার টানানো হয়েছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আসার পর, তারা মুহূর্তেই এসব পোষ্টার অপসারণ করে ফেলেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র মতিউর রহমান হাজরা বলেন, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে দুর্গাপুজা চলমান এবং সাধারণ নেতা-কর্মীদের ধরপাকড় এড়াতে আমরা বড় ধরনের কোন অনুষ্ঠান করিনি। তবে কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ছোট ছোট অনুষ্ঠান হয়েছে। বিভিন্ন মসজিদে দোয়া হয়েছে, মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। আমরা আশা করছি শীঘ্রই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে আসবেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। তার পরেও যদি তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে চায়, তবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, কোটালীপাড়ার বিভিন্ন দেওয়ালে টানানো পোষ্টারগুলি অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
Design & Developed By: JM IT SOLUTION