কালের খবরঃ
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংকের সহযোগিতায় গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এ দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতার আয়োজন করে।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা। এতে বিশেষ অতিথি ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা প্রতিযোগিতার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমে উৎসাহ যোগান।
এ দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতায় ইনস্টিটিউটের ১৩টি দল অংশ নেন। শিক্ষার্থীরা নানা ধরনের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। এ সময় তাদের উল্লেখযোগ্য তৈরিকৃত উদ্ভাবনী প্রকল্পগুলোর মধ্যে ছিল:
ওভারহেড লাইন ফল্ট ডিটেক্টর, হাউজ ওয়ায়ারিং, স্টার ডেল্টা থ্রি ফেজ মটর কন্ট্রোল, অটোমেটিক ট্রিট লাইট কন্ট্রোল, স্টুডেন্টস রেজাল্ট অ্যানালাইসিস সিস্টেম, মাল্টি লেয়ার এনার্জি ড্রিঙ্ক, মাল্টি লেয়ার ফ্রুটস মিক্সড জেলি, ট্রান্সমিশন লাইন সিস্টেম উইথ স্যার প্রটেকশন, আইওটি অটোমেশন সিস্টেম, ডিজিটাল নোটিশ বোর্ড, মাল্টি ফাংশনাল ফুড চেম্বার, হামেটিফিকেশন এন্ড টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম।
শিক্ষার্থীদের উপস্থাপিত এসব উদ্ভাবনী প্রকল্পের মধ্যে থেকে ৩টি দল বিজয়ী হিসেবে নির্বাচিত হবে, যারা পরবর্তী ধাপে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাবে।আয়োজকরা জানান, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, সৃজনশীলতা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
Design & Developed By: JM IT SOLUTION