
কালের খবরঃ
গোপালগঞ্জে জামায়েত ইসলামী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। আজ শুক্রবার বিকেলে শহরের মিয়াপাড়ায় দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়েতের আমীর অধ্যাপক রোজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় গোপালগঞ্জ-০১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডঃ আজমল হোসেন সরদার এবং গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী জেলা আমীর অধ্যাপক রোজাউল করিম বক্তব্য রাখেন। এসময় জেলা,উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ এবং সংবাদ কর্মিগন উপস্থিত ছিলেন।
জামায়াত নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন প্রচার প্রচারনা বিভিন্ন মিডিয়ায় প্রচারের জন্য সংবাদ কর্মিদের প্রতি আহবান জানান।
Design & Developed By: JM IT SOLUTION