
কালের খবরঃ
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার(২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা সদরের গেটপাড়া এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় পৌর পার্কে এসে শেষ হয়্।
সমাবেশে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পিআর পদ্বতিসহ ৫দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তরা বলেন, পিআর পদ্বতিতে নির্বাচন হলে বাংলাদেশে আর কোন দিন স্বৈরাচারকে দেখা যাবে না। পিআর পদ্বতিতে নির্বাচন হলে ভোট কেনার জন্য কালো টাকার ছড়াছড়ি হবে না। সরকারি দল যা ইচ্ছা তা করতে পারবে না। এ জন্য আমরা বলছি পিআরের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। পিআর ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন করতে দেওয়া হবে না। এছাড়া জেলার অন্যান্য উপজেলা সদরে অনুরুপ কর্মসূচী পালন করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION