কালের খবরঃ
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাচিত প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের পুলিশ সুপারের কার্যালয়ের পুকুরে ও সদর উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, সদর উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক তালুকদার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষী, মৎস্যজীবি ও মৎস্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিন পুলিশ সুপারের কার্যালয়ের পুকুর, সদর উপজেলা পরিষদ পুকুর, সদর থানা পুকুর, মাদ্রসার পুকুর, আশ্রায়ণ কেন্দ্রের পুকুরসহ মোট ২২ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৯২ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION