হৃদয় সরকার, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন, শোভাযাত্রা ও পূজাঅর্চনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ৫হাজার২৪৮তম শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) পালন করা হয়েছে। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসব উৎসবের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১৮আগস্ট) সকাল ৮টায় মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির থেকে বর্ণাঢ়্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক পরিভ্রমণ করে কেন্দ্রীয় মন্দিরের সামনে এসে শেষ হয়। এসব কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে শ্রীমদ্ভগবদগীতা পাঠের মাধ্যমে নবাগত সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মন্দিরে বরণ করে নেওয়া হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নবীনবরণ শেষে ভগবান শ্রীকৃষ্ণের শতনাম পাঠ করা হয় এবং আরতি কীর্তন করা।পরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সনাতন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক পার্থ সারথী রায়।
তিনি বলেন, প্রতি বছর আমরা কেন্দ্রীয় মন্দিরে জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করে থাকি। এবছরও সেটি করার চেষ্টা করেছি। তবে আগস্ট মাস (শোকের মাস) হওয়ার কারনে যতটা সম্ভব রাষ্ট্রীয় নিয়ম-কানুন অনুসরণ করে সনাতন ধর্মীয় অনুশাসন মেনে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, প্রতিবছর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নানাভাবে সহযোগীতা করে থাকেন, এবছরও আমরা প্রশাসন থেকে সহযোগিতা পেয়েছি এবং ভবিষ্যতেও সহযোগিতা পাব বলে আশা রাখি।
তিনি আরো বলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে সনাতন ধর্মাবলম্বী তথা সমস্ত শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যান কামনা করি। বক্তব্যে তিনি সনাতন ধর্মাবল্মবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সনাতনী সংস্কৃতি ও সনাতনী রীতিনীতি মেনে চলার অনুরোধ জানান।সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের এ.ডি. রাঘব কীর্ত্তন দাস। এসময় তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সনাতনী শিক্ষার্থীদেরকে শ্রীমদ্ভদবদগীতা অধ্যয়নের জন্য আহ্বান করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply