টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওসি-সহ চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতদের টুঙ্গিপাড়ায় উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব বিক্রিকে কেন্দ্র করে গত ১২ সেপ্টেম্বর শ্রীরামকান্দি গ্রামের মোঃ হামজা (২৫) ডাব বিক্রি করতে পাটগাতী বাসস্যান্ডে আসে। সেই ডাব পাটগাতি সরদারপাড়া এলাকার মোঃ জিয়ারুল মোল্লা (২১) প্রতিটি ৮০টাকা দরে ক্রয় করে। টাকা লেনদেনের সময় দু’জনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই আজ সালিশ ডাকা হয়।
সন্ধ্যার দিকে সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এবং আরও চার পুলিশ সদস্য রয়েছেন, যারা সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এসময় সড়কের বিভিন্ন দোকানপাটের মালামাল ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে যায়।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ইটের আঘাতে আমিসহ ৪ পুলিশ সদস্য ইটের আঘাতে সামান্য আহত হয়। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION