কালের খবরঃ
গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর উদ্যোগে নির্মিত নতুন দ্বিতল মসজিদ এবং শহরের অন্যতম পরিচিত “গোপালগঞ্জ” নামীয় দৃষ্টিনন্দন নামফলক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) (আসরের নামাজের পূর্বে ) মসজিদের নামফলকের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক। এসময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। এর পর, নব নির্মিত মসজিদে আসরের নামাজ আদায় করেন তিনি । পরে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের মূল গেটের উভয় পাশের “গোপালগঞ্জ” নামীয় দৃষ্টিনন্দন নামফলক উদ্বোধন করেন।
জেলা প্রশাসক এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে বলেন, “গোপালগঞ্জ নামটি জেলার কোন জায়গায় এখন পর্যন্ত শোভা পায়নি, তাই আমরা এটি শহরের প্রধান সড়কের পাশে পাউবো’র মূল গেটে স্থাপন করেছি। এটি গোপালগঞ্জে আগত দর্শনার্থীদের আকর্ষণ করবে এবং এখানকার মানুষদেরও নজর কাড়বে।
তিনি আরো বলেন,এছাড়া, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এলজিইডি কর্তৃক নির্মিত এই নতুন মসজিদটি মুসল্লীদের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে আল্লাহর ইবাদত করার সুযোগ প্রদান করবে।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, সওজ নির্বাহী প্রকৌশলী আযহারুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদ হাসান, পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, এনডিসি অনিরুদ্ধ দেব রায় এবং অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ।
Design & Developed By: JM IT SOLUTION