কালের খবরঃ
গোপালগঞ্জে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত ১৪৬ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষক–শিক্ষিকাদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হয়।
সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক (যুগ্ম সচিব) মুহম্মদ কামরুজ্জামান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ দিক–নির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. তারেক সুলতান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমীন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।
পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য অতিথিরা এসএসসি ও সমমান পরীক্ষায় ২০২৪ সালে জিপিএ–৫ প্রাপ্ত ১২৬ জন এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৪ সালে জিপিএ–৫ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও বৃত্তি প্রদান করেন।
Design & Developed By: JM IT SOLUTION