কালের খবরঃ
গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় “দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মধুমতি বাজারে ব্র্যাক কার্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম। এসময় ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুর রহমান, সাউথ ডিভিশনের ডিভিশনাল কোঅর্ডিনেটর মোঃ জামির আলী, জেলা সমন্বয়ক মোঃ আব্দুল্লাহ আল ফারুক, এলাকা ব্যবস্থাপক মোঃ শফিউর রহমান খান, রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রশীদসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ ক্যাম্পে বেশ কয়েকটি গ্রামের সহস্রাধিক চক্ষুরোগীকে বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। পরবর্তীতে রোগীদের চশমা ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি যাদের চোখে ছানি রয়েছে তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করা হবে।
ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুর রহমান জানান, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হচ্ছে। এ ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হবে। তাদের চশমা ও ওষুধের পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে অপারেশনেরও ব্যবস্থা রাখা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION