
কালের খবরঃ
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানিয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের সহায়তায় জেলা প্রশাসন এ আয়োজন করে, যা স্থানীয় শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ শনিবার (০৬ সেপ্টেম্বর), সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এক অনাড়ম্বর, কিন্তু অর্থপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, শিক্ষার প্রতি এ ধরনের উৎসাহ শিক্ষার্থীদের আরও ভালভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফতাব উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কর এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ জ্যোৎস্না খাতুন। বক্তারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া, অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানি উপজেলার ৪৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রথম স্থান অধিকারী ৪৩৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এই শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়, যাতে তারা তাদের শিক্ষাজীবন আরও সহজ ও সৃজনশীলভাবে এগিয়ে নিয়ে যেতে পারে।এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরও অনুপ্রেরণা তৈরি করবে, এবং কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে তাদের আরও ভালোভাবে উজ্জীবিত করা হবে ।
                                Design & Developed By: JM IT SOLUTION