কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম হৃদয় শেখ (২০)। তিনি ওই গ্রামের মিকাইল শেখের ছেলে।
এ ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে। নিহতের বাবা মিকাইল শেখ জানিয়েছেন, হৃদয় শেখ বাড়ির পাশের একটি নারকেল গাছ পরিষ্কার করছিলেন। গাছের ডগা কাটতে গিয়ে তা বিদ্যুতের তারে পড়লে তিনি বিদ্যুতায়িত হন এবং অসুস্থ হয়ে গাছ থেকে নিচে পড়ে যান।
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
হৃদয় শেখ এসএসসি পাশ করার পর আর পড়াশোনা চালিয়ে যাননি, বরং পরিবারে অভাবের কারণে সংসারের হাল ধরেছিলেন। তার অকাল মৃত্যু পরিবারে শোকের ছায়া ফেলেছে।
উরফি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য বশার মিয়া এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, যার ফলে ওই পরিবারের বড় ক্ষতি হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION