কালের খবরঃ
গোপালগঞ্জে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার উলপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ৭৫ বছর বয়সী শুকুরন বেগম ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে কাশিয়ানী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বিকেল বেলায় গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাস উলপুর এলাকায় পৌঁছালে বাসের সামনের চাকা ফেটে গিয়ে এটি রাস্তার পাশে খাঁদে পড়ে। এতে ২৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৭ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION