কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-০২ আসনের মনোনয়ন প্রত্যাশী এম সিরাজুল ইসলাম সিরাজ দাবি করে বলেছেন, বিগত সময়ে গোপালগঞ্জে কখনো নির্বাচন বা ভোট হয়নি। তিনি বলেন, এখানে কোনো প্রকৃত উন্নয়ন হয়নি, যা হয়েছে তা কেবল ব্যক্তির উন্নয়ন। সিরাজ বলেন, ছাত্র-জনতা, ভাই-বোনেরা, এবার ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং নির্বাচিত হলে গোপালগঞ্জে ব্যাপক উন্নয়ন করা হবে। আজ (০৫ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি মোটর শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছিল। তাঁকে ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, যার ফলস্বরূপ আরাফাত রহমান কোকো মারা যান। এছাড়া, সরকারের ষড়যন্ত্রের কারণে তারেক রহমান বর্তমানে প্রবাসে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
সমাবেশের আগে, সিরাজুল ইসলাম সিরাজ তার সমর্থকদের নিয়ে সদর উপজেলার আড়পাড়া থেকে একটি মোটর শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের প্রায় ১৫ কিলোমিটার বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION