কালের খবরঃ
গোপালগঞ্জ-০২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার বলেছেন, আপনারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছেন। কিন্তু, প্রশ্ন হলো,আপনারা কতটুকু শান্তিতে ছিলেন? তিনি উল্লেখ করেন, বিগত শাসনামলে আমাদের প্রতিদিনের চিন্তা ছিল, আমাদের মেয়ে স্কুলে যাবে কি না, সে কি ইজ্জত নিয়ে ঘরে ফিরবে? আমার ছেলে কলেজে গিয়ে সুস্থভাবে ফিরবে না কি লাশ হয়ে আসবে?
গতকাল বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তসলিম এসব কথা বলেন। তিনি বলেন, আমরা শান্তির দাবিতে রাজনীতি করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ।
হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে মাওলানা তসলিম আরও বলেন, আপনারা অনেক মার্কায় ভোট দিয়েছেন, কিন্তু একটি বার আমাদের হাতপাখায় ভোট দিয়ে দেখুন। আমরা বিশ্বাস করি, একমাত্র আল্লাহভীরু আলেমকে ক্ষমতায় বসালে দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে।
তিনি আরও বলেন, রাজনীতি জনগণের কল্যাণের জন্য, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে এটি একটি ব্যবসায় পরিণত হয়েছে। ক্ষমতায় আসলে টাকা খরচ করে, জনগণের টাকায় দুর্নীতি করা হয়। আমরা চাই এই দেশে শান্তি ফিরে আসুক এবং কৃষক, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাক।উরফি ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মাসুদুর রহমান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION