
কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৩ সেপ্টেমম্বর) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এসময় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন,আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতেই হবে। তাই আর ঘরে বসে থাকার সময় নয়। ষড়যন্ত্র চলছে। বিগত সরকারের দোসররা নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোচনা সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION