কালের খবরঃ
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। শিক্ষকদের উচিত শিশুরা যাতে জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্য নিয়ে পড়াশোনা করানো। শিশুরা কেবল জ্ঞানই নয়, মূল্যবোধও শিখুক , আর তা হবে ধীরে ধীরে, সঠিক পদ্ধতিতে।
জেলা প্রশাসক আরও উদাহরণ দিয়ে বলেন, শিশুরা যেমন দাঁত ওঠার সময় প্রস্তুত হয়, ঠিক তেমনই শিক্ষার ‘দাঁত’ ওঠার আগে সঠিক শিক্ষা দিতে হবে। যদি সময়ের আগে অপ্রয়োজনীয় বিষয় শেখানো হয়, তবে শিক্ষার স্বাদ পাওয়া যায় না। শিক্ষকদের উচিত কঠিন বিষয়গুলো সহজভাবে শিশুদের কাছে উপস্থাপন করা।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, শুধু লেখাপড়ায় ভালো হওয়াই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের খেলাধূলা, গান, নাচসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। সন্তানরা পরীক্ষায় খারাপ করলে তাদের শাসন করা যাবে না। লেখাপড়া একমাত্র মাধ্যম নয়; খেলাধূলা ও প্রতিভার মাধ্যমে তারা সফলতা ও সুনাম অর্জন করতে পারে। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা খুব জরুরি।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান তাঁর বক্তব্যে আরও যোগ করে বলেন, শুধু পড়ালেখা নয়, আমাদের ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের অন্যতম দিক হলো পরোপকারী হওয়া। যদি আমরা এটি করতে পারি, আমাদের মধ্যেকার মানবিকতা প্রকট হবে। আমরা চাই, আমাদের প্রতিটি শিক্ষার্থী প্রকৃতিপ্রেমী হোক, পিতামাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হোক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক।”
জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কর, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন।
আলোচনা সভার পর গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলার ৪২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ৪২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, হাইলাইটার পেন, ইরেজার, কাটার এবং পেন্সিল বক্স।
Design & Developed By: JM IT SOLUTION