কালের খবরঃ
গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে মুজাহিদ (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার পাথালিয়া পিঠা গার্ডেনের দক্ষিণ পাশে গোপালগঞ্জ সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক উর্মি হকের বাসভবনে কাজ করছিলেন।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভবনের তৃতীয় তলার কার্নিশের আস্তরণের কাজ করার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথা ফেটে যায়। সহকর্মীরা তাকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুজাহিদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ছদর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এক সপ্তাহ আগে ডাক্তার উর্মি হকের ভবনে রাজমিস্ত্রির কাজ শুরু করেছিলেন। ডা. উর্মি হক বলেন, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রি মুজাহিদের মৃত্যু হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুালিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পরবর্তিতে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION