
কালের খবরঃ
গোপালগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এছাড়া এদিন বিএনপি-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শহরের বড়বাজারের পৌর মার্কেটের জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান সভাপতিত্ব করেন। এসময় ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. এম এ খায়ের, ডাঃ কে এম বাবর, অ্যাড. তৌফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।পরে একটি র্যালী জেলা কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।
Design & Developed By: JM IT SOLUTION