
কালের খবরঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গোল চত্ত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ শুরু করে। এতে শিক্ষকরা একাত্মতা ঘোষনা করে সমাবেশে যোগ দেন। প্রতিবাদ সমাবেশে ছাত্র উপদেষ্টা মোঃ বদরুল ইসলাম, প্রক্টর ডা. আরিফুজামান রাজিব, শিক্ষার্থী জামিউল আলম জয়, মোঃ রায়হান বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। যার প্রকৃত উদাহরন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একা নয়, তাদের সাথে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থী রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানাবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
                                Design & Developed By: JM IT SOLUTION