
কালের খবরঃ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল, টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরের কলাবাগান এলাকার দলীয় কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি ঢাকা – খুলনা মহাসড়কের পুলিশ লাইনসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় ১৫ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে।

এসময় তারা জাতীয় পার্টি নিষিদ্ধকরণ ও দায়ী সেনা কর্মকর্তার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ আল আমিন সরদার ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা।
বক্তারা বলেন, ভিপি নুরের ওপর হামলা মানে ২৪-এর গণঅভ্যুত্থানের ওপর হামলা, যুবসমাজের ওপর হামলা, ছাত্রসমাজের ওপর হামলা। তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি হামলার সঙ্গে জড়িতদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধ না করা হয়, তাহলে সারা দেশে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION