
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ে অন্তত ২০ শিক্ষার্থী। এর মধ্যে গুরুতর অসুস্থ ৮ জনকে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে আজ বুধবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নারকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ে।
অসুস্থ শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চলমান গণিত ক্লাসের সময় হঠাৎ কীটনাশকের মতো দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা শ্বাসকষ্ট ও মাথা ঘোরায় আক্রান্ত হয়। দ্রুত তাদের শ্রেণিকক্ষ থেকে বের করে আনা হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়।
প্রথমে স্থানীয় কয়েকজন পল্লী চিকিৎসক প্রায় এক ডজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়া ৮ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি শিক্ষার্থীরা হলেন—ঝিলিক বৈদ্য (১৪), আব্দুল্লাহ খন্দকার (১২), স্মৃতি বৈদ্য (৯), ঝুমা বাড়ৈ (১৩), রোদেলা (১৪), রিয়ান্তা মীর (১৬), রিতা হালদার (১৪) এবং সুপ্রিয়া খানম (১২)। চিকিৎসা শেষে সবাইকে পর্যায়ক্রমে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপ্রিয়া খানম বলেন, “দ্বিতীয় পিরিয়ডের ক্লাস চলাকালে জানালা দিয়ে হঠাৎ বিষাক্ত গন্ধ আসতে থাকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই সবাই দ্রুত নিচে নেমে আসি। এসময় কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে।”

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দুলাল মধু জানান, পুরো বিদ্যালয় চত্বর খুঁজেও দুর্গন্ধের উৎস খুঁজে পাওয়া যায়নি। প্রধান শিক্ষিকা মেরী দেরাবতী বলেন, “হঠাৎ হৈচৈ শুনে এসে দেখি শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে বাইরে চলে এসেছে। অনেকে শ্বাসকষ্টে ভুগছে। বিষয়টি খুবই উদ্বেগজনক হলেও আসল কারণ এখনও পরিষ্কার নয়।”
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, শিক্ষার্থীরা মূলত শ্বাসকষ্ট ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ জানান, তিনি ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। বিদ্যালয় ঘুরে দুর্গন্ধের কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আকির খানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
                                Design & Developed By: JM IT SOLUTION