
কালের খবরঃ
বিএসসি ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার আদায় ও তিন দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে প্রকৌশলী অধিদপ্তর আন্দোলন এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা হাতে হাত ধরে দাঁড়ান এবং বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, ১. ৯ম গ্রেডে নিয়োগ পরীক্ষা: সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগ পরীক্ষায় সবাইকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নির্ধারণ করতে হবে। কোনোভাবেই কোটার মাধ্যমে পদোন্নতি বা অন্য নামে সমমান পদ সৃষ্টি করা যাবে না। ২. ১০ম গ্রেডে ডিপ্লোমাদের কোটা বাতিল: উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দকৃত ১০০% কোটা বাতিল করতে হবে। এই পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

৩. ‘ইঞ্জিনিয়ার’ পদবীর সঠিক ব্যবহার: কেবলমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই নামের আগে “ইঞ্জিনিয়ার” লিখতে পারবেন। অন্য কেউ এ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (গ্রেড-৯) পদে সরাসরি পরীক্ষা গ্রহণ, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (গ্রেড-১০) পদে বিএসসি ডিগ্রিধারীদের শতভাগ নিয়োগ এবং ডিপ্লোমা ছাড়া কাউকে ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে স্বীকৃতি না দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।
                                Design & Developed By: JM IT SOLUTION