
কালের খবরঃ
বাংলাদেশ কৃষি ব্যাংক, গোপালগঞ্জ মূখ্য অঞ্চলের ২০২৫–২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে শহরের পাবলিক হল এলাকার একটি রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। গোপালগঞ্জ মূখ্য আঞ্চলিক কার্যালয়ের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এ.কে.এম মনিরুজ্জামান–এর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির এবং গোপালগঞ্জ আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা প্রশান্ত কুমার দাস।

সম্মেলনে গোপালগঞ্জ অঞ্চলের ২৩টি শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে ব্যাংকিং খাতের চলমান চ্যালেঞ্জ মোকাবিলা ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।পরে অতিথিবৃন্দ সেরা কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২৩টি শাখার মধ্যে শীর্ষস্থান অর্জনকারী ৩টি শাখার ব্যবস্থাপকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
                                Design & Developed By: JM IT SOLUTION