কালের খবরঃ
গোপালগঞ্জে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (২৪ আগস্ট) বিকেলে জেলা শহরের মান্দারতলা ও বেদগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী।অভিযানে দেখা যায়, মান্দারতলার নিগি ফিলিং স্টেশন ও বেদগ্রামের মিতা ফিলিং স্টেশন বিএসটিআই-এর নির্ধারিত মান অনুযায়ী তেল সরবরাহ না করে গ্রাহকদের কম পরিমাণে তেল দিচ্ছিল। এতে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান চালানো হয়। অনিয়ম ধরা পড়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অভিযানে বিএসটিআই প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়।
Design & Developed By: JM IT SOLUTION