কোটালীপাড়া প্রতিনিধিঃ
দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে ধ্বংস করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ’র নেতৃত্বে স্থানীয় ঘাঘর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুলাল বেপারী ও বাবু খাঁর গোডাউন থেকে ৭৬টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু জানান, গত তিন মাসে উপজেলায় ৬২টি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩ হাজার অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, “দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় অবৈধ জাল উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। শুধু মৎস্যজীবীদের নয়, অবৈধ জাল উৎপাদন ও বিপণনে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
Design & Developed By: JM IT SOLUTION