কালের খবরঃ
গোপালগঞ্জ জেলার আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “কৃষিই সমৃদ্ধি, সমৃদ্ধির জন্য ধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে এই কর্মশাল অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রি আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে বুধবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক ড. অরবিন্দ কুমার রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড.মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির জেলা প্রশিক্ষণ অফিসার সঞ্জয় কুমার দাস। কর্মশালায় গোপালগঞ্জের অর্ধশতাধিক উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণে পুরানো জাতের ধানের পরিবর্তে নতুন জাতের ব্যবহার,খরা প্রবন এলাকায় ব্রিধানের চাষ করা, লবনাক্ত এলাকায় লবনসহিষ্ণু ব্রিধান, জলাবদ্ধ এলাকায় ব্রিধান চাষের জন্য পরামর্শ দেয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply