
কালের খবরঃ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন করে গোপালগঞ্জের বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মানবন্ধন চলাকালে এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ধীরাজ, শিক্ষক মাহাবুবুল হক শিলো, মোহম্মদ কামাল হোসেন ও বি এম আব্বাস আলী বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আগামী ২০ আগস্টের মধ্যে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গৃহীত সিদ্ধান্ত বাতিল করে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সহ সকল কার্যক্রমে সম অধিকারের দাবী জানান।তা’না হলে পরবর্তিতে মার্চ ফর ঢাকা সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
Design & Developed By: JM IT SOLUTION