টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের মাসুম শেখ। যিনি জন্ম থেকেই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। গত ৩১ জুলাই রাতে তার একমাত্র উপার্জনের উৎস ভ্যানটি চুরি হয়ে যায়। দিশেহারা হয়ে বিভিন্ন স্থানে উপার্জনের হাতিয়ার খুঁজে ফিরেন তিনি। কোথাও না পেয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সহায়তার জন্য আবেদন করেন তিনি। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মাসুমকে একটি ভ্যান কেনার জন্য আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) নগদ ২০ হাজার টাকা অনুদানের চেক দেন। এই মানবিক সহায়তা পেয়ে, নতুন জীবনের আশা ফিরে পেলেন মাসুম।
মাসুম শেখ (৩০ ) সাংবাদিকদের জানান, শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার জীবন ছিল কঠিন। দশ বছর আগে বাবা মজিদ শেখ মারা যাওয়ার পর মায়ের সঙ্গে সংসার করতেন। চার বছর আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে একটি ভ্যান কিনে, সেটা চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। কিন্তু গত ৩১ জুলাই রাতে তার ভ্যানটি চুরি হয়ে যায়,এরপর থেকে আমার জীবনটা অনিশ্চিত হয়ে পড়ে।
তিনি বলেন, ভ্যান চুরির পর সাহায্যের জন্য অনেকের কাছে গিয়েছিলাম। কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। পরে কুশলী ইউনিয়নের চেয়ারম্যান ইসতিয়াক হোসেনের মাধ্যমে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের কাছে পৌঁছাই।
ঘটনাটি জানানোর পর ইউএনও ফারজানা আক্তার দ্রুত পদক্ষেপ নিয়ে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমাকে ২০ হাজার টাকার ব্যবস্থা করেন। আজ (৭ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আমার হাতে ওই অর্থের চেক তুলে দেন ইউএনও স্যার।
মাসুমের মা আবেজান বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার ছেলে ভ্যান চালিয়ে সংসার চালাতো। ভ্যানটি চুরি হওয়ার পর আমার চোখে মুখে অন্ধকার দেখি। টাকাটা পাওয়াতে এখন আমরা নতুন করে বাঁচার আলো দেখছি।
ইউএনও ফারজানা আক্তার বলেন,মাসুমের সমস্যাটি জানার পর, আমরা যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও প্রশাসন মানুষের সেবায় কাজ করে যাবে।
Design & Developed By: JM IT SOLUTION