
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬০ শিক্ষার্থীকে নতুন স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে।
আজ বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন ২৬০টি স্কুল ব্যাগ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের হেলাল, সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাস, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাহসিনা নূর তুষ্টি বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস এক হলেও ব্যাগগুলো ছিল আলাদা আলাদা। অনেকের আবার ব্যাগ ছিলো না। আজ আমরা সকলে এক ধরনের নতুন ব্যাগ পেলাম, যা আমাদের খুব আনন্দ দিয়েছে।”
তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক অধিকারী বলেন, “বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এক ধরনের নতুন ব্যাগ পাওয়ায় তাদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। আগে কেউ কেউ ছেঁড়া ব্যাগ নিয়ে আসত, অনেকের আবার স্কুল ব্যাগ ছিলো না। এখন এক ধরনের নতুন ব্যাগ নিয়ে সকলে স্কুলে আসবে, এবং এর ফলে সবাই খুব খুশি হয়েছে।”

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাস বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ব্যাগ বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সহায়ক হবে। এ ধরনের কার্যক্রমে এই উপজেলার প্রাথমিক শিক্ষার মান আরো উন্নত হবে।”
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, “শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং পড়ালেখায় আগ্রহ বৃদ্ধি করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিআর প্রকল্পের আওতায় এই স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। আমরা চাই, অর্থের অভাবে যেন কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ না হয়।”
তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুরা স্কুল জীবন শুরু করে, তাই এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে উপজেলা প্রশাসন ভবিষ্যতেও তাদের সাধ্যমতো এ ধরনের প্রকল্প গ্রহণ করবে।”
Design & Developed By: JM IT SOLUTION