গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন ওয়েবসাইট পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। গতকাল আজ সোমবার একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে ওয়েবসাইটটি উদ্বোধনের পর তথ্য হালনাগাদের জন্য প্রত্যেক শিক্ষককে ইউনিক ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান।
এক সংবাদ বিজ্ঞাপ্তীতে জানানো হয়েছে,বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের সভাপতিগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION