কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান ঘর। হাসিনা বেগমের পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্ততঃ ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।আজ রেবিবার(১৩ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ওই স্ট্যান্ডের হাসিনা বেগমের পেট্রোলের দোকানে প্রথমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।পরে তা ছড়িয়ে পড়লে কাঁচামাল ব্যবসায়ী রেজাউল , সেলুন ব্যবসায়ী বাবু বিশ্বাস, চা দোকানী লক্ষণ সেনের দোকানসহ একে একে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
প্রথমে স্থানীয়রা ও পরে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ২টি টিম গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলি সরদার জানান,বৌলতলী বাজারের সাগর বিশ্বাসের মিার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। দোকানীদের কাছ থেকে জেনেছি পেট্রোলের দেকান থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।
Design & Developed By: JM IT SOLUTION