কালের খবরঃ
গোপালগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পয্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
আজ মঙ্গলবার (২৪জুন) সকাল ৮ টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কায্যালয়ের সামনে অবস্থান নেন স্বাস্থ্য সহকারীরা। পরে সেখানে অবস্থান নিয়ে সকাল ১০টা পযর্ন্ত ২ ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করে। অবস্থান কর্মসূচী চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন, স্বাস্থ্য সহকারী রবিউল ইসলাম, মোর্শেদুল আলম, সুলতানা পারভীন কচি বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, আমরা প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন সময় আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবী না মেনে শুধু আশ্বাস দেয়া হচ্ছে। যারা পশুকে টিকা দেন তারাও টেকনিক্যাল পদময্যাদা পেয়েছেন। অথচ আমরা একটি শিশুকে যত্নসহকারে টিকা দিলেও কোন ময্যাদা পাইনি। আশা করবো আমাদের দাবী সরকার মেনে নিবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply