কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশীয় প্রজাতীর মাছ রক্ষা ও মৎস্য আইন বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২০জুন) কোটালীপাড়া পৌরসভা হলরুমে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ মৎস্যচাষী ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বলেন,দেশীয় মাছ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।বিশেষ করে মৎস্যজীবীদেরকে চায়নাদুয়ারী জাল দিয়ে মাছ ধরা বদ্ধ করতে হবে। সরকারি খাল ও জলশয় দখলমুক্ত এবং পরিকল্পিত মাছের ঘের কাটার মাধ্যমে আমারা দেশীয় মাছ রক্ষা করতে পারি।এ ছাড়াও মৎস্য অভয়াশ্রমগুলো থেকে মাছ ধরা বন্ধ করে তদারকি বাড়াতে হবে। সব বিষয় যদি আমরা মেনে চলি তা হলে আমাদের পক্ষে দেশীয় মাছ রক্ষা করা সম্ভব হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply