কোটালীপাড়া প্রতিনিধিঃ
দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৪ লক্ষ টাকার অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন জলাশয় অভিযান চালিয়ে মোট ২৩৪টি জাল জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (১৭জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আমতলী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিল থেকে ৫০টি, হিরণ ইউনিয়ন থেকে ৬৮টি, রাধাগঞ্জ ইউনিয়ন থেকে ৫৪টি ও কান্দি ইউনিয়ন থেকে ৬২টি জাল জব্দ করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ( ভূমি) মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা এস,এম শাহজাহান সিরাজ। এসময় গ্রাম পুলিশ, আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এসব অবৈধ জাল উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা এস,এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: মিরাজ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম শাহজাহান সিরাজ বলেন, রাধাগঞ্জ ইউনিয়নের গ্রাম পুলিশ চায়নাদুয়ারী জাল উদ্ধারে অভিযানে গিয়ে স্থানীয় লোকজনদ্বারা হেনস্তের শিকার হয়ে চলে আসতে হয়েছে। ঘটনা এভাবে ঘটলে তা দ্রুত সকল এলাকায় ছড়িয়ে যাবে। সেই সাথে দেশীয় মাছ রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। বিষয়টি সকল সাংবাদিকভাইদের দৃষ্টি আকর্শন করছি এবং বিষয়টি প্রচার প্রচারণার মাধ্যমে সবার দৃষ্টি আকর্শন না করতে পারলে কাজ করা কঠিন হয়ে পড়তে পারে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাসুম বিল্লাহ বলেন, কোটালীপাড়া উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি।আজকে আমরা ২৩৪টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা হবে। দেশীয় মাছ রক্ষায় আমাদের যে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান তা অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply