গোবিপ্রবি প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবহন সেবা দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। এই উদ্যোগের আওতায় ইতোমধ্যে তিনটি অচল গাড়ি সচল করার পাশাপাশি যাবতীয় মেরামতের কাজ চলমান আছে।
পরিবহন প্রশাসক মো. হাশেম রেজা বলেন, দীর্ঘদিন ধরে কয়েকটি গাড়ি মেরামতের অভাবে অচল হয়ে পড়েছিলো। সম্প্রতি উপাচার্য মহোদয়ের উদ্যোগে একটি মাইক্রোবাস ও দুইটি জিপসহ তিনটি গাড়ি সচল করা হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মেরামতের কাজ করানো হয়েছে। এছাড়া প্রায় সকল বাসের বেশকিছু যান্ত্রিক ও আনুষঙ্গিক মেরামত (জানালার ভাঙা কাঁচ মেরামত, রঙ প্রভৃতি) করা হয়।
অন্যদিকে গরমের কথা মাথায় রেখে সকল বাসের ফ্যান মেরামতের কাজ চলমান রয়েছে।
এর আগে ২ নভেম্বর ২০২৪ থেকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ লাইন থেকে ক্যাম্পাস পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যাতায়াতের জন্য প্রতি ঘণ্টায় বাস চলাচলের পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বাস চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন। পরিবহন সেবার মানোন্নয়নে নতুন করে গাড়ি চালক, মেকানিক নিয়োগ প্রদানের পাশাপাশি গাড়ির জন্য নতুন শেড নির্মাণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে পর্যায়ক্রমে অচল বাসগুলো চালুরও উদ্যোগ নেয়া হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply