কালের খবরঃ
গোপালগঞ্জের তিন উপজেলায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে ১৪টি পরিবহন মালিককে ৭৯হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।আজ শনিবার(১৪জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার টুঙ্গিপাড়া উপজেলা, সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলায় অভিযান চালানো হয়। এর মধ্যে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে পাঁচটি পরিবহনকে ২৫ হাজার, গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইনস মোড়ে ৬টি পরিবহনেকে ৪২ হাজার ও শুক্রবার রাতে কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোল চত্বরে ৩টি পরিবহনকে ১২হাজার টাকা জরিমানা করা হয়। এসব বাসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া গেছে বলে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মিজ, বাবলী শবনব ও কাশিয়ানীর সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল। এর আগে টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া বাবদ নেয়া প্রায় ১৫ হাজার টাকা বাস কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফেরত দেয়া হয়। এসময় টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের মেজর মোহাম্মদ ইমরান, থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল প্রমূখ উপস্থিত ছিলেন।
এসিল্যান্ড মারুফ দস্তেগীর বলেন, ঈদের ছুটি শেষে টুঙ্গিপাড়ার ঢাকাগামী বাসের কাউন্টারের লোকজন ৫০০ টাকার ভাড়ার বিপরীতে ৬০০-৯০০ টাকা আদায় করছিলো যাত্রীদের থেকে। সেনাবাহিনীর এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান চালানো হয়। সত্যতা পেয়ে বিআরটিসি, কমফোর্ট লাইন, সেবা গ্রীনলাইন, রয়েল ও ওয়েলকাম এক্সপ্রেসকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে গত শুক্রবার (১৩ জুন) রাতে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর বাসস্ট্যান্ডে যৌথবাহিনী এ অভিযান চালায়।
এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নড়াইল এক্সপ্রেসের ২ টি বাস ও নড়াইল স্টার এক্সপ্রেস এবং আনন্দ পরিবহনের, বিরুদ্ধে মামলা ও ১২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।মানুষের কল্যাণে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply