কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে চার যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়েছে।গতকাল শুক্রবার (১৩ জুন) রাতে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর বাসস্ট্যান্ডে যৌথবাহিনী এ অভিযান চালায়।
এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নড়াইল এক্সপ্রেসের ২ টি বাস ও নড়াইল স্টার এক্সপ্রেস এবং আনন্দ পরিবহনের, বিরুদ্ধে মামলা ও ১২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।জনসার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply