কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া হাই স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। প্রাক্তণ শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করে।”বন্ধু মিলবে বন্ধুর সাথে, মিলন মেলা পরিনত হবে উৎসবে” এ প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (৮জুন) নিজড়া হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে নিজড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সূবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক। অনুষ্ঠানটি ঈদের পরের দিন হওয়ায় এক অন্যরকম প্রাণচাঞ্চল্য ও আনন্দ দেখা দেয়।
ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ড. মকবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বুয়েটের সাবেক প্রফেসর ড. ফিরোজ আহমেদ, বৈজ্ঞানিক ড. ইদ্রিস খন্দকার, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু, গোপালগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন।এ অনুষ্ঠানে নিজড়া হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। এসময় পুরাতন বন্ধুদের মিলনে এক আবেগপ্রবণ পরিবেশের সৃষ্টি হয়। স্মৃতিচারণ করেন পুরোনো দিনের কথা। ভাগাভাগি করে নেন সুখ-দুঃখের অনুভূতি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply