টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যের ৪ হাজার ২’শ মিটার অবৈধ চায়নাদুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার (০৬ জুন) সকালে উপজেলার বড় ডুমুরিয়া বিলে এ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ মারুফ দস্তেগীর বিষয়টি নিশ্চিত করে জানান, টুঙ্গিপাড়া উপজেলায় বড় ডুমুরিয়া বিলে অবৈধ চায়নাদুয়ারি জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই বিল থেকে ৪ হাজার ২’শ মিটার অবৈধ চায়না জাল জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আশা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
তিনি আরো বলেন, দেষীয় মাছ রক্ষার্থে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানকালে টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সঙ্গে ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply