কালের খবরঃ
আগামী ২৬ জুন অনুষ্ঠাতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শেষ করার জন্য গোপালগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ( ৩জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সভাপতি হিসেবে ২১টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি একগুচ্ছ দিকনির্দেশনা দেন।নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম হলো, পরীক্ষার সময়সীমা, প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণ, প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, শিক্ষার্থীদের আসনবিন্যাস, কক্ষ পরিদর্শক, পরীক্ষার দিনে সংশ্লিষ্ট কেন্দ্রে ক্লাস বন্ধ রাখা এবং স্থানীয় বিদ্যুৎ অফিসে পরীক্ষার দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে চিঠি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এসময় গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতানসহ বিভিন্ন কেন্দ্র প্রধানগণ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি দপ্তর সূত্রে জানাগেছে, গোপালগঞ্জের ৫ উপজেলায় এবছর মোট ২১টি কেন্দ্রে এইচ এস সি ও সমমান পরীক্ষা কেন্দ্রে মোট ১০ হাজার ৯৫৪জন পরীক্ষাথী অংশগ্রহণ করবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply