কালের খবরঃ
গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ ১৬ শিক্ষার্থী পেল পুরস্কার। বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মান জানাতে এই পুরস্কারের আয়োজন করা হয়। আজ বুধবার (২৮মে) দুপুরে বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।তিনি এসব শিক্ষার্থীদের হাতে ১টি করে মোবাইল ট্যাব তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভীন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহে আলম।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply