কালের খবরঃ
জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌছে দিতে গোপালগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ। আজ রবিবার (২৫ মে) গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টায় মেলা উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস, এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, পানি উন্নয়র বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল, রেভিনিউ ডেপুটি কালেকটর প্রবির বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম প্রমূখ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের ৫ উপজেলায় আজ রবিবার সকাল ১০টা থেকে একযোগে ভূমি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংত্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।তারই আলোকে দেশের মানুষ বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর(খাজনা)স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই-পর্চার আবেদন, ভূমি সংত্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশা সহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম আনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করতে পারছেন।
তিনি আরো বলেন, গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর উপজেলা ভূমি অফিস চত্বরে আজ ২৫ মে থেকে ২৭মে পর্যন্ত ভূমি মেলায় মানুষ সহজ ভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিষ্ট্রেশন, ই-নামজারির আবেদন, নিষ্পত্তিকৃত এল.এ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যাক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি বা আপিল, দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবা গ্রহীতাদের বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করার ব্যবস্থা রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply