কালের খবরঃ
গোপালগঞ্জ পৌর এলাকার নিন্ম আয়ের জনগোষ্ঠীর মাঝে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরন করা হয়েছে। আজ শুক্রবার (২৩মে) দুপুরে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্ড বিতরন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিশ্বজিৎ কুমার পাল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সারবিক) মোঃ গোলাম কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা জোৎস্না খাতুন, প্রমূখ।
অনুষ্ঠান শেষে পৌর এলাকার নিন্মআয়ের ১ হাজার ৯৭২ টি পরিবারের সদস্যদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি , জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জান তাঁর বক্তব্যে বলেন, এই দেশটি আমাদের সকলের, সকলকে নিয়েই আমরা উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাব। আপনার মালামাল অন্যকেউ নিতে পারবে না। অন্যান্যের অন্যান্যের স্বচ্ছতা বজায় রেখে আপনার মোবাইল নম্বরের ভিত্তিত্বে আপনি আপনার মালামাল বুঝে পাবেন।উল্লেখ্য গোপালগঞ্জ পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের জন্য ৪হাজার ৩৪টি ফ্যামিলি কার্ড বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ১হাজার ৯৭২টি স্মার্ট কার্ড সচল অবস্থায় আজ পাওয়া যায়। বাকীগুলো সচল হলে সেগুলোও জনগনের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply