গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৮মে) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয় চত্বরে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইতিহাস বিভাগকে ২-০ সেটে হারায় লোক প্রশাসন বিভাগ। পরে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়া হয়।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এসময় তিনি বলেন, খেলায় জয় পরাজয় থাকবে। তবে খেলার আনন্দটাই গুরুত্বপূর্ণ। আনন্দময় জীবনই সফলতার পাথেয়। একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি হলো শিক্ষার্থী। যারা সুন্দর সভ্যতা বিনির্মাণ করবে। প্রত্যাশা করছি, আমাদের শিক্ষার্থীরা আত্মবিশ্বাস নিয়ে সেই পথে এগিয়ে যাবে।অনুষ্ঠানে ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো. রাজিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সভাপতি মো. নাসির উদ্দিন, পরিবহন প্রশাসক মো. হাসেম রেজাসহ উভয় বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় টুর্নামেন্ট সেরা হন লোক প্রশাসনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও ম্যাচসেরা হন ইতিহাসের শিক্ষার্থী ফাহাদ্দেস আলী পিয়াস।
Design & Developed By: JM IT SOLUTION