কোটালীপাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের কোটালীপাড়া টিমের উদ্যোগে ভ্যান চালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। তীব্র গরমের কারনে এই কার্যক্রম পরিচালিত হয়।
আজ বৃহস্পতিবার (১৫ মে) কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে এসব পানি,স্যালাইন ও লিফলেট বিতরণ করা হয়।কোটালীপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া টিমের দলনেতা সজল বালা,উপ-দলনেতা টুম্পা দাড়িয়া,সদস্য ইমন মিয়া,শিব পোদ্দার,রনি শিকদার,সৌরভ গাজী,সজিব মোল্লা উপস্থিত ছিলেন।
সজল বালা বলেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্দেশ মোতাবেক আমরা গোপালগঞ্জ ইউনিটের কোটালীপাড়া টিম ভ্যান চালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও এই গরমে জনগণের করণীয় সম্পর্কে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করলাম।
কোটালীপাড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃরাকিবুল হাসান শুভ বলেন, প্রচন্ড এই গরমে রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া টিম যে কাজটি করেছে তা সত্যই প্রশংসার দাবী রাখে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply