কালের খবরঃ
গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে নার্স-মিডওয়ইফ শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচীর পালন করে।
আজ বুধবার (১৪ মে) দুপুরে গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয। পরে সেখানে বসে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচী চলাকালে ৩য় বর্ষের শিক্ষার্থী তমা সেনসহ অনেক বক্তব্য রাখেন।
অবিলম্বে সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তারা, বলেন, দীর্ঘ দিন ধরে আন্দোলন করলেও আমাদের দাবী মানা হচ্ছে না। যে কারনে আমরা লাগাতার কর্মসূচী পালন করে যাচ্ছি। দ্রুত আমাদের দাবী মেনে নেয়া হলে ভঙ্ককর কর্মসুচী ঘোষনা করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply