
কালের খবরঃ
গোপালগঞ্জের বেশ কয়েকটি স্থানে ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি হয়েছে। আজ সোমবার বিকেল ৫টায় গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ও কাজুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে।
প্রায় ২০মিনিট ধরে শিলা বৃষ্টিতে বোরো ধানের কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বৃষ্টির কারনে জমিতে কেটে রাখা ধান পানিতে নষ্ট হবার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে কৃষি বিভাগ তাৎক্ষনিকভাবে কোন ক্ষয়-ক্ষতির খবর দিতে পারেনি।তবে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার বলেন, জেলার ৮০ ভাগ জমির বোরো ধান কৃষক কেঁটে নিয়েছে। এখন ক্ষতি হলেও সামন্য কিছু হতে পারে।
Design & Developed By: JM IT SOLUTION