বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৪৭৭ জনের বিরুদ্ধে আরো একটি মামলা, মোট মামলা ১৫টি। আসামী ১৬২০৮জন। গোপালগঞ্জে ডিসির বাসভবনে হামলার ঘটনায় ১০১ জনকে আসামী করে মামলা। সংখ্যা দাঁড়ালো ১৪ সাত উপাচার্যের অংশগ্রহণে গোবিপ্রবির নবম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠিত কোটালীপাড়ায় উচ্ছেদ হলো অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা গোপালগঞ্জের সহিংসতায় নতুন আরেক মামলা। মোট মামলা ১৩, আসামী ১৫,৬৩০ জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে গোবিপ্রবিতে বিনামূল্যে হেল্থ ক্যাম্প মুকসুদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে । চালক নিহত । আহত ১৪ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের পরীক্ষামূলক যাত্রা কোটালীপাড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার গোবিপ্রবির ১০৯১ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে দেয়া হলো বৃত্তি

মঙ্গলবার কোটালীপাড়ার পৈত্রিক ভিটায় দিনব্যাপী বসবে কবি সুকান্ত মেলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫, ৬.১৮ পিএম
  • ১২৭ Time View

কোটালীপাড়া প্রতিনিধিঃ

আগামীকাল মঙ্গলবার (১৩ মে)  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে কবি সুকান্ত মেলা। ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কোটালীপাড়া উপজেলা প্রশাসন।

কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে সুকান্তের পৈত্রিক ভিটায় এ মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেল ৫টায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটি উদ্বোধন করবেন।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এছাড়াও থাকবে বাংলাদেশের বিভিন্ন নামী-দামী শিল্পীর অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বসবে গ্রামীন মেলা। এই মেলাকে ঘিরে উপজেলা ব্যাপী বইছে উৎসবের আমেজ। উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী কবির বাড়ীটি সার্বক্ষনিক ভাবে মনিটরিং করছেন। অপরদিকে এই মেলাকে কেন্দ্র করে কবির বাড়ী ও এর আশপাশের এলাকা সাজানো গোছানোর কাজ করা হয়েছে।

কোটালীপাড়ার শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি মিন্টু রায় বলেন, প্রতি বছরই সুকান্ত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দেশ বরণ্যে কবি, লেখক, সাহিত্যিকদের আড্ডা বসে। আশা করছি এ বছরও তার ব্যতিক্রম হবেনা। এ মেলায় এসে কবি সাহিত্যিকরা তাদের প্রাণ খুলে কথা বলতে পারেন। তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়। এ জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বলেন, স্থানীয় সুধীজনদের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে আমরা মেলার সকল আয়োজন  শেষ করেছি। আমি চাইবো প্রশাসন ও এলাকাবাসী যেন আগামীতে কবির স্মৃতিকে ধরে রাখা এবং কবির  জন্য মেলাটি আরো বর্ণাঢ্যভাবে আয়োজন করেন। এ ছাড়া কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে আমাদের আরো নানা মূখী উদ্যোগ গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্রাচার্য কলিকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্রাচার্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION